Arif Azad Wiki, Bio, Age, Wife, Family, Photos and Career

Arif Azad is a Bangladeshi author and activist who wrote more than two books. Both of his books became bestsellers in  ‘Ekushey Boi Mela’, a Bangladeshi yearly national book fair. His first book is Paradoxical Sajid. the book has been translated into English and Assamese language as well. and his 2nd book is Aroj Ali Somipe. He also led protests in 2016 against the banning of Peace TV in Bangladesh. He is the founder of a charity organization named ‘As-Sadik Foundation’.

Quick Facts
Full Name Arif Azad
Native Name আরিফ আজাদ
Birth Date January 7, 1990
Birth Place Chittagong, Bangladesh
Nationality Bangladeshi
Occupation Writer
Active from 2016
Religion Islam
Zodiac Sign Capricorn
Family Background
Father Not Known
Mother Not Known
Sister Not Known
Brother N/A
Physical Measurement
Height 5 feet 4 inches
Weight 70 kg
Chest 35 inches
Waist 31 inches
Biceps / Arms 11 inches
Shoe Size 9 US
Eye Color Dark Brown
Hair Color Black
Personal Relation
Marital Status Married
Wife
Marriage Date
Children N/A
Girlfriend N/A
Career
Book Debut Paradoxical Sajid
Activist 2016
Net Worth 20 Lakh BDT
Education
Highest Degree
School
College
University Chittagong University
Favorite
Favorite Color Black
Favorite scholar Dr. Zakir Naik
Favorite Cricketer Hashim Amla, Shakib Al Hasan
Favorite Singer
Junaid Jamshed
Address & Phone Number
Residence Dhaka
Phone Number Not Known
Social Media Profiles
Facebook facebook.com/arifazad.official/
Twitter twitter.com/arifad_official
Blog somewhereinblog.net/blog/264515

Early life and Education

Arif Azad was born in January 7, 1990 in Comilla, Bangladesh. his father is a businessman and his mother is a housewife. He completed his schooling in Chittagong Zilla School.

Arif started studying at Chittagong Zilla School at an early age, he completed HSC in a Public College, and a higher degree from Chittagong University.

Career

Arif started his writing career In 2016, and his first book was “Paradoxical Sajid” which was published in February 2017.

Arif Azad Books

  • Paradoxical Sajid
  • Aroj Ali Somipe
  • Shottokothon (co-author)
  • Prottaborton (editor)
  • Paradoxical Sajid 2

***Facts About Arif Azad***

  • Does Arif Azad smoke?: No
  • Does Arif Azad drink alcohol?: No
  • Arif Azad was born and raised in  Chittagong .
  • Height?:                       5 feet 4 inch
  • Weight?:                      73 Kg
  • Hair Color?:               Black
  • Eye Color?:                 Dark
  • Hobbies?:                   Writing, traveling, fishing.
  • Favorite food?:         Rice, Biriyani, Korean
  • Favorite color?:       Blue, black, white and red.

Did you know…

  1. Arif is one of the notable social media personalities in Bangladesh.
  2. He is mostly active on social media for his good work.
  3. As of now, he is one best religious book writers in Bangladesh.
  4. He also writes trending topics on social media like Arif R Hossain.

NOTABLE MOMENTS

Year Event
1986  He was born on January 7, 1990 in Comilla, Bangladesh.
2012 Became known on Facebook.
2016 Started writing books
2017 Published his first book.
2018 Featured on some news outlet and magazine.
2019 Published 2nd edition of Paradoxical Sajid.

 

কেন দেখা দেন না আরিফ আজাদ?

প্যারাডক্সিক্যাল সাজিদ এর লেখক হিসেবে  পরিচিত আরিফ আজাদ (ইংরেজি:Arif Azad) (জন্ম: ৭ জানুয়ারি,১৯৯০) একজন বাংলাদেশী লেখক। আরিফ আজাদের বই অনলাইন এবং অফলাইন দুই জায়গাতেই বেশ আলোড়ন সৃষ্টি করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করার সময় থেকেই লেখালেখির হাতেখড়ি। তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশুনা করতেই বেশি পছন্দ করেন। অমর একুশে বইমেলা-২০১৯ এ অনলাইন বেস্ট সেলার হিসেবে নির্বাচিত হন আরিফ আজাদ।

ব্যক্তিগত ও শিক্ষাজীবন:

লেখক আরিফ আজাদ ১৯৯০ সালের ৭ জানুয়ারি,চট্টগ্রাম জেলায় জন্মগ্রহন করেন। তিনি মাধ্যমিক পাশ করেন চট্টগ্রাম জেলা স্কুল থেকে। একটি সরকারি কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক শেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে ভর্তি হন এবং এখান থেকে উচ্চশিক্ষা শেষ করেন।

সাহিত্যিক জীবন:

তরুণ এই লেখক একাদশ শ্রেনীতে থাকাকালীন লেখালেখি শুরু করেন।তবে তার লেখা প্রথম বই প্যারাডক্সিক্যাল সাজিদ ২০১৭ সালে একুশে বইমেলায় প্রকাশিত হলে তা ব্যপক আলোড়নের সৃষ্টি করে। তারপর থেকে নিয়মিত প্রকাশিত হতে থাকে আরিফ আজাদের অন্যান্য বইগুলো। লেখালেখির ক্যারিয়ারের শুরু থেকেই আরিফ আজাদ এর বই সমূহ পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে।

তার ব্যক্তিগত ছবি ও জীবন:

তার ব্যক্তিগত ছবি তিনি ইন্টারনেটে শেয়ার করেন না, তবে বই মেলাতে তিনি মাঝে মধ্যে এসেছেন, তখন কিছু মানুষের সাথে তার সাক্ষাৎ হয়েছে, তিনি তাদের সাথেও ছবি তুলেননি। তার ফেসবুক গ্রুপে তিনি তার ব্যক্তিগত ধারণা শেয়ার করে থাকেন। তিনি দেশের বিভিন্ন জাতীয় উলামা সম্মেলনে অংশগ্রহণ করে থাকেন।

তিনি “আস সাদিক ফাউন্ডেশন” নামে একটি দাতব্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

উল্লেখযোগ্য বইসমূহঃ

১) প্যারাডক্সিক্যাল সাজিদ-১

প্যারাডক্সিক্যাল সাজিদ ২০১৭ সালের একুশে বইমেলায় প্রকাশ পায়। বইটির কেন্দ্রীয় চরিত্র সাজিদ বিভিন্ন কথোপকথনের মধ্যে তার নাস্তিক বন্ধুর অবিশ্বাসকে বিজ্ঞানসম্মত নানা যুক্তিতর্কের মাধ্যমে খণ্ডন করে। আর এসব কথোপকথনের মধ্য দিয়েই বইটিতে অবিশ্বাসীদের অনেক যুক্তি খণ্ডন করেছেন লেখক। বইটি প্রকাশের পরপরই তুমুল জনপ্রিয়তা পায়। এটি ইংরেজি ভাষা ও অসমীয়া ভাষায় অনূদিতও হয়েছে। ২০১৭- এর একুশে বইমেলায় এটি ছিল সর্বাধিক বিক্রিত বই। প্যারাডক্সিক্যাল সাজিদ ১ আরিফ আজাদ PDF DOWNLOAD

আরিফ-আজাদ-এর বই

২) প্যারাডক্সিক্যাল সাজিদ-২

সাজিদ-১ এর ধারাবাহিকতায় ২০১৯ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় প্যারাডক্সিক্যাল সাজিদ-২। প্রকাশের প্রথমদিনেই বইটির সকল প্রিন্ট বিক্রি হয়ে যায়। মাত্র ৩ দিনে ৮ হাজার কপি বিক্রি হয় বইটির। তবে অপ্রত্যাশিত ত্রুটির কারনে ৩য় দিনেই বাংলা একাডেমি কর্তৃক বইটির বিক্রি বন্ধ হয়ে যায়।

৩) বেলা ফুরাবার আগে

২০২০ সালে প্রকাশিত ‘বেলা ফুরাবার আগে’ আরিফ আজাদের ৪র্থ মৌলিক বই। বইটিতে লেখক আরিফ আজাদ তরুন মনের আকুপাকু করা এবং সমাজে চলমান প্রশ্ন গুলোর সহজ, সরল,যৌক্তিক, বিশ্লেষণী সমাধান এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। এবারের বইমেলাতেও চমক হিসেবে ছিল বেলা ফুরাবার আগে বইটি।

বেলা ফুরাবার আগে

৪) আরজ আলীর সমীপে

গ্রাম্য একজন স্বশিক্ষিত নাস্তিক ব্যক্তির ইসলাম সম্পর্কে ভুল ধারণা ভেঙ্গে দেন, ও ইসলামের সমালোচনাকারীদের জবাব দেন। আরিফ আজাদের বৈবাহিক অবস্থা : পরিবারের দেখা শোনার মাধ্যমে আরিফ আজাদের বিয়ে হয়েছিলো। মজার বিষয় হচ্ছে, তার স্ত্রীও জানতেন না, তিনি যে এতো বড় মাপের লেখক। তিনি প্রচণ্ড অন্তর্মুখী স্বভাবের এবং প্রচার-বিমুখ ধরনের মানুষ।

আরিফ আজাদ সম্পর্কে কিছু উক্তি:

“একসময় ছেলেরা হিমু হতে চাইতো এখন ছেলেরা সাজিদ হতে চায়। আরিফ আজাদ তরুণ প্রজন্মকে হিমু থেকে সাজিদে রূপান্তরিত করতে পেরেছে। এটাই একজন লেখকের সবচেয়ে বড় প্রাপ্তি”

কথাগুলো বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক এবং লেখক আসিফ নজরুল। আর যেই মানুষটিকে নিয়ে কথাগুলো বলেছেন, তিনি হচ্ছেন তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় লেখক আরিফ আজাদ।

একটা মানুষ এতো অল্প সময়েই এতো জনপ্রিয় হবার মূল অস্ত্রই তার লেখনী-শক্তি। মননশীল চিন্তাভাবনা এবং যুক্তি দিয়ে ইসলামকে সবার সামনে এতো সুন্দরভাবে উপস্থাপন করার মাধ্যমে তিনি লক্ষ লক্ষ তরুণের মনে জায়গা করে নিয়েছেন।

আরিফ আজাদকে নিয়ে অসাধারণ একটি উক্তি করেন, জনপ্রিয় ইসলামিক সাহিত্যিক ডা. শামসুল আরেফীন। তিনি বলেন,

“” আরিফ আজাদ একজন জীবন্ত আলোকবর্তিকা “””

দা গার্ডিয়ান প্রকাশনী আরিফ আজাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন :

তিনি বিশ্বাস নিয়ে লিখেন, অবিশ্বাসের বিরুদ্ধে। প্রচার বিমুখ এই মানুষটা তার মননশীল চিন্তা ভাবনা এবং যুক্তি দিয়ে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আরিফ আজাদকে এই কথা গুলো আমার ব্য ক্তি গত না , আমার বিশ্বাস এই কথা গুলো এদেশের হাজারো তরুণের মনের কথা ।

আরিফ আজাদ এর উক্তি

১.চেহারা দেখালে যদি অন্তত একটা সাওয়াব পাওয়া যেত, বিশ্বাস করুন, আমি প্রতিদিন কম করে হলেও ফেসবুকে একটা ছবি আপলোড় দিতাম।

২.জীবনে আপনি একটি ফেরেশতাকে দেখতে পাবেন….সেটি হচ্ছে মালাকুলমাউত, মৃত্যুর ফেরেশতা।

৩. ফযর ছেড়ে দিলেন তো হেরে গেলেন।

৪. বহুমুখী একটা জাতি তৈরি হোক, আমি এটাই চাই।

৫. মানুষের চোখে নিজেকে মাপতে নাই, নিজেকে মাপতে হয় আসমানের আয়নায়

৬. কারো কটু কথা, কটুবাক্য এবং অপমানের বিপরীতে সবরের চাইতে মোক্ষম জবাব আর কিছু হয়না

৭. কারো প্রতি আচরণের পূর্বে এটা ভাবুন যে এই আচরণ পরবর্তীতে তার মনে আপনার জন্য শ্রদ্ধার উদ্রেক করবে,নাকি আপনার নাম শুনলেই তার অন্তর

ভরে উঠবে প্রবল ঘৃনায়।

আরিফ আজাদ এর বই (বুক রিভিউ)

আরিফ আজাদের প্যারাডক্সিকাল সাজিদ বইটি টি অনেক সাড়া ফেলে দিয়েছে। বিগত বই মেলায় ” প্যারাডক্সিকাল সাজিদ” লিখেে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেম, তার পাশাপাশি তিনি নাস্তিক পাড়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। তিনি তার লেখার মাধ্যমে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমানের চেষ্টা করেন ।, এই বইটির অনেক জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে আমার এই বইটি অনেক ভালো লেগেছে। আমি বইটি এই নিয়ে অনেকবার পড়েছি । এই বইটি আমার খুব ভালো লেখেছে। এছাড়া ও ইতিমধ্যে তার অনেক গুলো বই প্রকাশিত হয়েছে। তার মধ্যে “প্যারাডক্সিকাল সাজিদ” বইটি আমাট খুব ভালো লেগেছে। তার মধ্যে তিনি DNA অধ্যায়টা নিয়ে অনেক ভালো লিখেছেন। যারা জীবনে বিজ্ঞানের ‘ব’ পড়েনি তারা মোটামুটি DNA বিষয়টা অনেক ভালোভােবই বুঝে যাবে।

আমার অনেক বন্ধু বলেছে তারা প্যারাডক্সিকাল সাজিদ বইটি পড়ে তারা থার্মোডাইনামিক্সের সূএগুলো সম্পর্কে অনেক ভালোভাবে ধারণা পেয়েছে। এই বইটিতে আরো রয়েছে ফাংশনাল রিজনিং, শূন্য থেকে মহাবিশ্বে, কনসাসন বা চেতনা রহস্যের কথা। রয়েছে বিবর্তনবাদ DNA সহ কুরআন থেকে জোরালো প্রমানাদি স্রস্টার অস্তিত্ব স্বপক্ষে।

যরা এই বইটি এখনো পডেননি তাডাতাডি পড়ে নেবেন। এই বইটা থেকে অনেক কিছু জানতে পারবেন।

সমালোচনা:

লেখক আরিফ আজাদ কে নিয়ে যেমন আলোচনাও হয়েছে তেমনি বেশ সমালোচনাও হয়েছে।  কিছু মুক্তমনা ও বিজ্ঞানবিষয়ক ব্লগে আরিফ আজাদকে নিয়ে সমালোচনা করা হয়েছে। ব্লগিং সাইট বিজ্ঞানযাত্রা থেকে দাবি করা হয় আরিফ আজাদ তার সাজিদ সিরিজের বইয়ে বিবর্তন নিয়ে ভুল ব্যাখ্যা দিয়েছেন।

লেখক ডাঃ শামসুল আরেফিন বলেন “আরিফ আজাদ একজন জীবন্ত আলোকবর্তিকা”। গার্ডিয়ান প্রকাশনী আরিফ আজাদের পরিচয় দিতে গিয়ে লিখেছে, “তিনি বিশ্বাস নিয়ে লেখেন, অবিশ্বাসের আয়না চূর্ণবিচুর্ণ করেন।”