মেট্রোরেলের সময়সূচি

আজকে আমরা আপনাদের ঢাকা মেট্রোরেল সময়সূচী ভাড়া সম্পর্কে বিস্তারিত জানাবো। বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয়া শেখ হাসিনা ২০২২ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশ মেট্রোরেলের প্রথম উদ্বোধন করেন। এর সাথেই মাননীয়া শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলির তালিকায় নিজের স্থান শক্ত করে। এই মেট্রো প্রকল্পটি ২০১২ সালে ঢাকা শহরের যানজট কম করতে পদক্ষেপটি নেওয়া হয়। ২০১৭ সাল থেকে মেট্রো প্রকল্পের কাজ শুরু হয়। এই মেট্রো রেল প্রকল্পে মোট খরচ হচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।

বাংলাদেশ মেট্রোরেল প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ

  • প্রথম কাজ শুরু হয় – ২০১৭ সালে।
  • মেট্রোর সবোর্চ গতি ১০০কিমি/ঘন্টা পর্যন্ত হবে।
  • মেট্রো রেলপথের দৈর্ঘ্য উত্তরা স্টেশন থেকে কমলাপুর প্রায় ২২ কিলোমিটার।
  • মেট্রোর ভাড়া সর্বনিম্ন ২০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত হবে।
  • সহযোগী প্রতিষ্ঠান জাইকা – জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি।
  • মেট্রো প্রকল্পের ব্যায়ের পরিমান ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।
  • মোট ষ্টেশন সংখ্যা ১৭ টি (উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ,পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, মতিঝিল ও কমলাপুর)
  • মেট্রোর যাত্রী পরিবহন ক্ষমতা সর্বোচ্চ প্রতি ঘন্টায় ৬০ হাজার এবং প্রতিদিন ৫ লক্ষ।
  • শীতাতপ নিয়ন্ত্রন মেট্রোর প্রতিটি কোচ এসি সংযুক্ত হবে।
  • সাপ্তাহিক বন্ধের দিন (শুক্রবার)
  • অর্থ বন্টন বাংলাদেশ সরকার ২৫% ও জাইকা ৭৫%।

ঢাকা মেট্রোরেল চলাচলের সময়সূচি ২০২৪

ঢাকা মেট্রোরেল চলাচলের সময়সূচি ২০২৪ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে।পাঠকের সুবিধার্থে এখানে ঢাকা মেট্রোরেল চলাচলের সময়সূচি ২০২৪ দেওয়া হলো:

উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন

শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলাচলের সময়

  • সকাল ০৭.১০ মিনিট থেকে সকাল ১১.৩০ মিনিট পর্যন্ত Headway ১০ মিনিট।
  • সকাল ১১.৩১ মিনিট থেকে বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত Off Peak Hour এর Headway ১২ মিনিট।
  • বিকাল ০৪.০১ মিনিট থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত Peak Hour এর Headway ১০ মিনিট।

নোট:

  • সকাল ৭.১০ মিনিটে এবং সকাল ৭.২০ মিনিটে উত্তরা ‍উত্তর মেট্রোরেল স্টেশন থেকে ০২(দুই)টি মেট্রো ট্রেন সকল মেট্রোরেল স্টেশনে থেমে মতিঝিল পর্যন্ত চলছে। এই মেট্রো ট্রেন দুইটিতে শুধুমাত্র MRT/Rapid Pass ব্যবহার করে ভ্রমণ করা যাবে।
  • রাত ৮.১৫ মিনিট এবং রাত ৮.৩০ মিনিটে ০২(দুই)টি মেট্রো ট্রেন আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি মেট্রোরেল স্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলছে। এই মেট্রো ট্রেন দুইটিতে শুধুমাত্র MRT Pass/Rapid Pass এবং ভ্রমণের দিন রাত ৭.৪৫ মিনিটের পূর্বে ক্রয়কৃত Single Journey Ticket ধারী যাত্রীগণ ভ্রমণ করতে পারবেন। রাত ৭.৪৫ মিনিটের পর সকল টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যায়।

মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন

শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত

  • সকাল ০৭.৩০ মিনিট থেকে সকাল ১১.৩০ মিনিট পর্যন্ত Headway ১০ মিনিট।

নোট:

  • সকাল ১১.৪০ মিনিট, সকাল ১১.৫০ মিনিট, দুপুর ১২.০০ ঘটিকা এবং দুপুর ১২.১২ মিনিটে ০৪(চার)টি মেট্রো ট্রেন মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি মেট্রোরেল স্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলছে। উল্লেখ্য, মতিঝিল, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট এবং বিজয় সরণি মেট্রোরেল স্টেশন হতে এই মেট্রো ট্রেন চারটিতে যাত্রীগণ শুধুমাত্র MRT Pass/Rapid Pass অথবা ভ্রমণের দিন সকাল ১১.৩০ মিনিটের পূর্বে ক্রয় করা Single Journey Ticket-এ ভ্রমণ করতে পারবেন। সকাল ১১.৩০ মিনিট এর পর এই ০৭(সাত)টি স্টেশন থেকে Single Journey Ticket (SJT) ক্রয় করা যাবে না।

MRT Pass ক্রয়ের সময়

যেসকল যত্রীগণ MRT Pass ক্রয় করতে চান তারা উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত সকল মেট্রোরেল স্টেশন হতে সকাল ০৭.১৫ মিনিট থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত এবং মতিঝিল থেকে বিজয় সরণি পর্যন্ত সকল মেট্রোরেল স্টেশন হতে সকাল ০৭.১৫ মিনিট থেকে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত MRT Pass ক্রয় করতে পারবেন।

MRT Pass ক্রয়ের নিয়ম

MRT Pass ক্রয় করার পূর্বে MRT Pass ক্রয়ের নিয়ম জেনে নিতে হবে। যাত্রীরা www.dmtcl.gov.bd অথবা মেট্রোরেল স্টেশন হতে MRT Pass নিবন্ধন ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে চালু যে কোনো মেট্রোরেল স্টেশন থেকে MRT Pass ক্রয় করতে পারবেন।

শুক্রবার কি ঢাকা মেট্রোরেল বন্ধ থাকবে

অনেক যাত্রীগণই জানতে চান যে মেট্রোরেল এর সাপ্তাহিক ছুটি কখন অথবা শুক্রবার কি ঢাকা মেট্রোরেল বন্ধ থাকবে এই দুটি প্রশ্নেরই উত্তর হচ্ছে হ্যাঁ শুক্রবার সাপ্তাহিক বন্ধ অর্থাৎ এই দিন মেট্রোরেল চলাচল করবে না।

কোন কোন স্টেশনে মেট্রো রেল চলে?

মেট্রোরেল এখন পর্যন্ত ১৬টি স্টেশনে চলাচল করছে স্টেশন গুলো হলো:- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল।

মেট্রোরেলের ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ

উত্তরা উত্তর থেকে

থেকে ভাড়া টাকা
উত্তরা উত্তর ০০ টাকা
উত্তরা সেন্টার ২০ টাকা
উত্তরা দক্ষিণ ২০ টাকা
পল্লবী ৩০ ৩০ টাকা
মিরপুর-১১ ৩০ টাকা
মিরপুর-১০ ৪০ টাকা
কাজীপাড়া ৪০ টাকা
শেওড়াপাড়া ৫০ টাকা
আগারগাঁও ৬০ টাকা
বিজয় সরণী ৬০ টাকা
ফার্মগেট ৭০ টাকা
কারওয়ান বাজার ৮০ টাকা
শাহবাগ ৮০ টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় ৯০ টাকা
বাংলাদেশ সচিবালয় ৯০ টাকা
মতিঝিল ১০০ টাকা
কমলাপুর ১০০ টাকা

উত্তরা সেন্টার থেকে

থেকে ভাড়া টাকা
উত্তরা উত্তর ২০ টাকা
উত্তরা সেন্টার ০০ টাকা
উত্তরা দক্ষিণ ২০ টাকা
পল্লবী ৩০ ৩০ টাকা
মিরপুর-১১ ৩০ টাকা
মিরপুর-১০ ৪০ টাকা
কাজীপাড়া ৪০ টাকা
শেওড়াপাড়া ৫০ টাকা
আগারগাঁও ৬০ টাকা
বিজয় সরণী ৬০ টাকা
ফার্মগেট ৭০ টাকা
কারওয়ান বাজার ৮০ টাকা
শাহবাগ ৮০ টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় ৯০ টাকা
বাংলাদেশ সচিবালয় ৯০ টাকা
মতিঝিল ১০০ টাকা
কমলাপুর ১০০ টাকা

উত্তরা দক্ষিন থেকে

থেকে ভাড়া টাকা
উত্তরা উত্তর ২০ টাকা
উত্তরা সেন্টার ২০ টাকা
উত্তরা দক্ষিণ ০০ টাকা
পল্লবী ২০ টাকা
মিরপুর-১১ ২০ টাকা
মিরপুর-১০ ৩০ টাকা
কাজীপাড়া ৩০ টাকা
শেওড়াপাড়া ৪০ টাকা
আগারগাঁও ৪০ টাকা
বিজয় সরণী ৫০ টাকা
ফার্মগেট ৬০ টাকা
কারওয়ান বাজার ৬০ টাকা
শাহবাগ ৭০ টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় ৭০ টাকা
বাংলাদেশ সচিবালয় ৮০ টাকা
মতিঝিল ৯০ টাকা
কমলাপুর ৯০ টাকা

পল্লবী থেকে

থেকে ভাড়া টাকা
উত্তরা উত্তর ৩০ টাকা
উত্তরা সেন্টার ২০ টাকা
উত্তরা দক্ষিণ ২০ টাকা
পল্লবী ০০
মিরপুর-১১ ২০ টাকা
মিরপুর-১০ ২০ টাকা
কাজীপাড়া ২০ টাকা
শেওড়াপাড়া ৩০ টাকা
আগারগাঁও ৩০ টাকা
বিজয় সরণী ৪০ টাকা
ফার্মগেট ৫০ টাকা
কারওয়ান বাজার ৫০ টাকা
শাহবাগ ৬০ টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় ৬০ টাকা
বাংলাদেশ সচিবালয় ৭০ টাকা
মতিঝিল ৮০ টাকা
কমলাপুর ৮০ টাকা

মিরপুর-১১ থেকে

থেকে ভাড়া টাকা
উত্তরা উত্তর ৩০ টাকা
উত্তরা সেন্টার ৩০ টাকা
উত্তরা দক্ষিণ ২০ টাকা
পল্লবী ৩০ ৩০ টাকা
মিরপুর১১ ০০ টাকা
মিরপুর-১০ ২০ টাকা
কাজীপাড়া ২০ টাকা
শেওড়াপাড়া ২০ টাকা
আগারগাঁও ৩০ টাকা
বিজয় সরণী ৪০ টাকা
ফার্মগেট ৪০ টাকা
কারওয়ান বাজার ৫০ টাকা
শাহবাগ ৬০ টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় ৬০ টাকা
বাংলাদেশ সচিবালয় ৭০ টাকা
মতিঝিল ৮০ টাকা
কমলাপুর ৮০ টাকা

মিরপুর-১০ থেকে

থেকে ভাড়া টাকা
উত্তরা উত্তর ৪০ টাকা
উত্তরা সেন্টার ৩০ টাকা
উত্তরা দক্ষিণ ৩০ টাকা
পল্লবী ৩০ ২০ টাকা
মিরপুর-১১ ২০ টাকা
মিরপুর১০ ০০ টাকা
কাজীপাড়া ২০ টাকা
শেওড়াপাড়া ২০ টাকা
আগারগাঁও ২০ টাকা
বিজয় সরণী ৩০ টাকা
ফার্মগেট ৩০ টাকা
কারওয়ান বাজার ৪০ টাকা
শাহবাগ ৫০ টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় ৫০ টাকা
বাংলাদেশ সচিবালয় ৬০ টাকা
মতিঝিল ৬০ টাকা
কমলাপুর ৭০ টাকা

কাজীপাড়া থেকে

থেকে ভাড়া টাকা
উত্তরা উত্তর ৪০ টাকা
উত্তরা সেন্টার ৪০ টাকা
উত্তরা দক্ষিণ ৩০ টাকা
পল্লবী ৩০ ২০ টাকা
মিরপুর-১১ ২০ টাকা
মিরপুর-১০ ২০ টাকা
কাজীপাড়া ০০ টাকা
শেওড়াপাড়া ২০ টাকা
আগারগাঁও ২০ টাকা
বিজয় সরণী ২০ টাকা
ফার্মগেট ৩০ টাকা
কারওয়ান বাজার ৪০ টাকা
শাহবাগ ৪০ টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় ৫০ টাকা
বাংলাদেশ সচিবালয় ৫০ টাকা
মতিঝিল ৬০ টাকা
কমলাপুর ৭০ টাকা

শেওড়াপাড়া থেকে

থেকে ভাড়া টাকা
উত্তরা উত্তর ৫০ টাকা
উত্তরা সেন্টার ৪০ টাকা
উত্তরা দক্ষিণ ৪০ টাকা
পল্লবী ৩০ ৩০ টাকা
মিরপুর-১১ ২০ টাকা
মিরপুর-১০ ২০ টাকা
কাজীপাড়া ২০ টাকা
শেওড়াপাড়া ০০ টাকা
আগারগাঁও ২০ টাকা
বিজয় সরণী ২০ টাকা
ফার্মগেট ২০ টাকা
কারওয়ান বাজার ৩০ টাকা
শাহবাগ ৪০ টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় ৪০ টাকা
বাংলাদেশ সচিবালয় ৫০ টাকা
মতিঝিল ৫০ টাকা
কমলাপুর ৬০ টাকা
 আগারগাঁও থেকে
থেকে ভাড়া টাকা
উত্তরা উত্তর ৬০ টাকা
উত্তরা সেন্টার ৫০ টাকা
উত্তরা দক্ষিণ ৪০ টাকা
পল্লবী ৩০ ৩০ টাকা
মিরপুর-১১ ৩০ টাকা
মিরপুর-১০ ২০ টাকা
কাজীপাড়া ২০ টাকা
শেওড়াপাড়া ২০ টাকা
আগারগাঁও ০০ টাকা
বিজয় সরণী ২০ টাকা
ফার্মগেট ২০ টাকা
কারওয়ান বাজার ২০ টাকা
শাহবাগ ৩০ টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় ৩০ টাকা
বাংলাদেশ সচিবালয় ৪০ টাকা
মতিঝিল ৫০ টাকা
কমলাপুর ৫০ টাকা

বিজয় সরণী থেকে

থেকে ভাড়া টাকা
উত্তরা উত্তর ৬০ টাকা
উত্তরা সেন্টার ৬০ টাকা
উত্তরা দক্ষিণ ৫০ টাকা
পল্লবী ৩০ ৪০ টাকা
মিরপুর-১১ ৪০ টাকা
মিরপুর-১০ ৩০ টাকা
কাজীপাড়া ২০ টাকা
শেওড়াপাড়া ২০ টাকা
আগারগাঁও ২০ টাকা
বিজয় সরণী ০০ টাকা
ফার্মগেট ২০ টাকা
কারওয়ান বাজার ২০ টাকা
শাহবাগ ২০ টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় ৩০ টাকা
বাংলাদেশ সচিবালয় ৪০ টাকা
মতিঝিল ৪০ টাকা
কমলাপুর ৫০ টাকা

ফার্মগেট থেকে

থেকে ভাড়া টাকা
উত্তরা উত্তর ৭০ টাকা
উত্তরা সেন্টার ৬০ টাকা
উত্তরা দক্ষিণ ৬০ টাকা
পল্লবী ৫০ টাকা
মিরপুর-১১ ৪০ টাকা
মিরপুর-১০ ৩০ টাকা
কাজীপাড়া ৩০ টাকা
শেওড়াপাড়া ২০ টাকা
আগারগাঁও ২০ টাকা
বিজয় সরণী ২০ টাকা
ফার্মগেট ০০ টাকা
কারওয়ান বাজার ২০ টাকা
শাহবাগ ২০ টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০ টাকা
বাংলাদেশ সচিবালয় ৩০ টাকা
মতিঝিল ৩০ টাকা
কমলাপুর ৪০ টাকা

কারওয়ান বাজার থেকে

থেকে ভাড়া টাকা
উত্তরা উত্তর ৮০ টাকা
উত্তরা সেন্টার ৭০ টাকা
উত্তরা দক্ষিণ ৬০ টাকা
পল্লবী ৫০ টাকা
মিরপুর-১১ ৫০ টাকা
মিরপুর-১০ ৪০ টাকা
কাজীপাড়া ৪০ টাকা
শেওড়াপাড়া ৩০ টাকা
আগারগাঁও ২০ টাকা
বিজয় সরণী ২০ টাকা
ফার্মগেট ২০ টাকা
কারওয়ান বাজার ০০ টাকা
শাহবাগ ২০ টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০ টাকা
বাংলাদেশ সচিবালয় ২০ টাকা
মতিঝিল ৩০ টাকা
কমলাপুর ৩০ টাকা

শাহবাগ থেকে

থেকে ভাড়া টাকা
উত্তরা উত্তর ৮০ টাকা
উত্তরা সেন্টার ৮০ টাকা
উত্তরা দক্ষিণ ৭০ টাকা
পল্লবী ৬০ টাকা
মিরপুর-১১ ৫০ টাকা
মিরপুর-১০ ৫০ টাকা
কাজীপাড়া ৪০ টাকা
শেওড়াপাড়া ৪০ টাকা
আগারগাঁও ৩০ টাকা
বিজয় সরণী ২০ টাকা
ফার্মগেট ২০ টাকা
কারওয়ান বাজার ২০ টাকা
শাহবাগ ০০ টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০ টাকা
বাংলাদেশ সচিবালয় ২০ টাকা
মতিঝিল ২০ টাকা
কমলাপুর ৩০ টাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে

থেকে ভাড়া টাকা
উত্তরা উত্তর ৯০ টাকা
উত্তরা সেন্টার ৮০ টাকা
উত্তরা দক্ষিণ ৭০ টাকা
পল্লবী ৬০ টাকা
মিরপুর-১১ ৬০ টাকা
মিরপুর-১০ ৫০ টাকা
কাজীপাড়া ৫০ টাকা
শেওড়াপাড়া ৪০ টাকা
আগারগাঁও ৩০ টাকা
বিজয় সরণী ৩০ টাকা
ফার্মগেট ২০ টাকা
কারওয়ান বাজার ২০ টাকা
শাহবাগ ২০ টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় ০০ টাকা
বাংলাদেশ সচিবালয় ২০ টাকা
মতিঝিল ২০ টাকা
কমলাপুর ২০ টাকা

বাংলাদেশ সচিবালয় থেকে

থেকে ভাড়া টাকা
উত্তরা উত্তর ৯০ টাকা
উত্তরা সেন্টার ৯০ টাকা
উত্তরা দক্ষিণ ৮০ টাকা
পল্লবী ৭০ টাকা
মিরপুর-১১ ৭০ টাকা
মিরপুর-১০ ৬০ টাকা
কাজীপাড়া ৫০ টাকা
শেওড়াপাড়া ৫০ টাকা
আগারগাঁও ৪০ টাকা
বিজয় সরণী ৪০ টাকা
ফার্মগেট ৩০ টাকা
কারওয়ান বাজার ২০ টাকা
শাহবাগ ২০ টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০ টাকা
বাংলাদেশ সচিবালয় ০০ টাকা
মতিঝিল ২০ টাকা
কমলাপুর ২০ টাকা

মতিঝিল থেকে

থেকে ভাড়া টাকা
উত্তরা উত্তর ১০০ টাকা
উত্তরা সেন্টার ৯০ টাকা
উত্তরা দক্ষিণ ৯০ টাকা
পল্লবী ৩০ ৮০ টাকা
মিরপুর-১১ ৭০ টাকা
মিরপুর-১০ ৬০ টাকা
কাজীপাড়া ৬০ টাকা
শেওড়াপাড়া ৫০ টাকা
আগারগাঁও ৫০ টাকা
বিজয় সরণী ৪০ টাকা
ফার্মগেট ৩০ টাকা
কারওয়ান বাজার ৩০ টাকা
শাহবাগ ২০ টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০ টাকা
বাংলাদেশ সচিবালয় ২০ টাকা
মতিঝিল ০০ টাকা
কমলাপুর ২০ টাকা

কমলাপুর থেকে

থেকে ভাড়া টাকা
উত্তরা উত্তর ১০০ টাকা
উত্তরা সেন্টার ১০০ টাকা
উত্তরা দক্ষিণ ৯০ টাকা
পল্লবী ৩০ ৮০ টাকা
মিরপুর-১১ ৮০ টাকা
মিরপুর-১০ ৭০ টাকা
কাজীপাড়া ৭০ টাকা
শেওড়াপাড়া ৬০ টাকা
আগারগাঁও ৫০ টাকা
বিজয় সরণী ৫০ টাকা
ফার্মগেট ৪০ টাকা
কারওয়ান বাজার ৩০ টাকা
শাহবাগ ৩০ টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০ টাকা
বাংলাদেশ সচিবালয় ২০ টাকা
মতিঝিল ২০ টাকা
কমলাপুর ০০ টাকা

টিকেট ও পাসের ধরন (Types of Ticket & Pass)

  • একক যাত্রার টিকেট / কার্ড (Single Journey Ticket / Card) • এমআরটি পাস/র‍্যাপিড পাস (MRT Pass / Rapid Pass)

একক যাত্রার টিকেট / কার্ড (Single Journey Ticket / Card)

  • শুধুমাত্র ক্রয়ের তারিখে একবারের জন্য ব্যবহারযোগ্য;
  • প্রবেশ গেইটে টিকেটটি স্পর্শ (Touch) করার পর সর্বোচ্চ ১০০ মিনিট কার্যকর থাকবে।
  • অনুমোদিত দূরত্ব বা সময়সীমা অতিক্রম করলে অতিরিক্ত ভাড়া প্রযোজ্য হবে।
  • টিকেট ভেন্ডিং মেশিন (TVM) থেকে একবারে সর্বোচ্চ ০৫টি টিকেট ক্রয় করা যাবে।
  • হ্রাসকৃত মূল্যে ক্রয়কৃত টিকেট কোনোক্রমেই হস্তান্তরযোগ্য নয়;
  • প্রস্থানের সময় টিকেটটি অবশ্যই বহির্গমন গেটের স্লট (Slot) এ প্রবেশ করাতে হবে।
  • টিকেটটি কোনো অবস্থাতেই স্টেশনের বাহিরে নেয়া যাবে না;
  • স্টেশনের বাহিরে একক যাত্রার টিকেট বহন করা দণ্ডনীয় অপরাধ; এবং
  • ক্রয়ের তারিখে অব্যবহৃত টিকেট কাউন্টারে জমা দিয়ে টাকা ফেরত নেয়া যাবে।

এমআরটি পাস/র‍্যাপিড পাস (MRT Pass / Rapid Pass)

  • একাধিকবার ভ্রমণের জন্য ব্যবহার করা যাবে।
  • একটি পাসে প্রতিবার শুধুমাত্র একজন ভ্রমণ করতে পারবেন।
  • প্রতিটি পাসের মূল্য ৪০০ (চারশত) টাকা। জামানত ২০০ (দুইশত) টাকা (ফেরতযোগ্য) এবং ব্যবহার্য ২০০ (দুইশত) টাকা।
  • ১০০ টাকা বা তার গুণিতকে সর্বোচ্চ ১০,০০০ (দশ হাজার) টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।
  • টিকেট অফিস মেশিন (TOM) অথবা টিকেট ভেন্ডিং মেশিন (TVM) থেকে পাস রিচার্জ করা যাবে এবং
  • বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিগণ নির্ধারিত কাউন্টার থেকে একক যাত্রার টিকেট ও পাস ক্রয় এবং পাস রিচার্জ করতে পারবেন।

ছাড় (Discount)

  • যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণ বৈধ পরিচয়পত্র প্রদর্শন করে বিনা ভাড়ায় ভ্রমণ করতে পারবেন।
  • যাত্রীগণ MRT Pass / Rapid Pass ব্যবহার করে প্রতি যাত্রায় ১০% ছাড় পাবেন।
  • ৯০ সেন্টিমিটার পর্যন্ত উচ্চতার শিশু অভিভাবকের সঙ্গে বিনা ভাড়ায় ভ্রমণ করতে পারবে।

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিগণ বৈধ পরিচয়পত্র প্রদর্শন করে একক যাত্রার টিকেটে ১৫% ছাড় পাবেন।

ফেরত (Refund)

  • নিবন্ধিত পাস হারিয়ে বা নষ্ট হয়ে গেলে পুনরায় ২০০ (দুইশত) টাকা জামানত দিয়ে নতুন পাস সংগ্রহ করা যাবে। এই ক্ষেত্রে নতুন পাসে স্বয়ংক্রিয়ভাবে পূর্বের পাসের অব্যয়িত অর্থ স্থানান্তরিত হবে।
  • নিবন্ধিত ও ব্যবহারযোগ্য পাস টিকেট কাউন্টারে ফেরত দিয়ে জামানত এবং অব্যয়িত অর্থ ফেরত পাওয়া যাবে। এই ক্ষেত্রে প্রক্রিয়াকরণ চার্জ প্রযোজ্য হবে।
  • অনিবন্ধিত পাসের ক্ষেত্রে ফেরত (Refund) প্রযোজ্য নয়।

বিনা টিকেট/পাসে মেট্রো ট্রেনে ভ্রমণ (Journey without Ticket Pass)

  • পেইড এরিয়ায় (Paid Area) এবং মেট্রো ট্রেনে টিকেট/পাস ছাড়া কোনো যাত্রী পাওয়া গেলে সর্বোচ্চ ভাড়া ও জরিমানা আদায় করা হবে।

বিশেষ দ্রষ্টব্য (Special Notes)

  • ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) প্রয়োজনে যে কোনো শর্ত সংযোজন, বিয়োজন ও সংশোধন করতে পারবে।
  • ভাড়ার নীতিমালা (Fare Policy) সম্পর্কে বিস্তারিত জানতে dmtcl.gov.bd ভিজিট করুন।
  • Please visit www.dmtcl.gov.bd for English Version of Fare Policy and Instructions.

শেষ কথা

আজকের আমাদের ঢাকা মেট্রোরেল সময়সূচী ২০২৩ এবং ঢাকা মেট্রো ভাড়া নিয়ে পোস্টটি আসা করি আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দিতে পেরেছে। আমাদের পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন যাতে করে ঢাকা মেট্রোরেল সময়সূচী জানতে পারে এবং কোনো অংশে অসুবিধা থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা উত্তর দিয়ে দেব। আমরা আপনার যাত্রার শুভ কামনা করি।

I'm Abu Bakkar, a committed full-time Digital Marketing Professional boasting 2+ years of hands-on experience. My skill set encompasses Social Media Backlinks, Backlinks, Local SEO, Directory Submission and Off-Page SEO.