ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো

আসলামু আলাইকুম প্রিয় পাঠক গণ, আসা করি সবাই ভালো আছেন! আজ আমি আলোচনা করবো ফ্রিল্যান্সিং (Freelancing) নিয়ে, আপনি হয়তো ইন্টারনেট থেকে টাকা ইনকাম করতে চান? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে নিশ্চিত ভাবেই যে আপনি অন্তত একবার হলেও ফ্রিল্যান্সিং এর নাম শুনেছেন। কিন্তু ফ্রিল্যান্সিং কি এবং কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন- এসব বিষয় নিয়ে কৌতূহলের কমতি না থাকলেও সঠিক দিকনির্দেশনার অভাব রয়েছে। আসুন জেনে নিই- ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো, কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয় এবং সেরা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট ইত্যাদি।

ফ্রিল্যান্সিং কিঃ

ফ্রিল্যান্সিং (Freelancing) বলতে মূলত বুঝায় যে কোন প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করা। বর্তমানে ফ্রিল্যান্সিং বলতে চুক্তিভিত্তিক কাজকে বোঝানো হয়েছে। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানের পরিবর্তে ব্যক্তি নিজেই তার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি সেবা প্রদান করে থাকে।

সহজ কথায়, একজন ব্যক্তি যখন তার দক্ষতা, শিক্ষা এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে কোন প্রতিষ্ঠানের অধীনে না থেকে একাধিক ক্লায়েন্টের হয়ে কাজ করার জন্য কাজ করেন, তখন সেই কাজটিকে ফ্রিল্যান্সিং বলা হয়। আর যিনি ফ্রিল্যান্সিং কাজ করেন তিনি হলেন ফ্রিল্যান্সার (Freelancer)।

ফ্রিল্যান্সিং (Freelancing) এর বেশির ভাগ কাজ ঘরে বসেই করা যায়। তবে অনেক চাকরির জন্য ক্লায়েন্টের (Clients) অফিসে কাজ করার প্রয়োজন হতে পারে। ক্লায়েন্টরা ফ্রিল্যান্সারদের কাছে কাজ আউটসোর্স করে।

ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ের মধ্যে পার্থক্য:

আমরা অনেকেই ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং কে একই ভাবে চিন্তা করি। তবে উভয়ের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। নীচে তাদের মধ্যে পার্থক্য রয়েছে:

ফ্রিল্যান্সিং:

ফ্রিল্যান্সিং (Freelancing) হল একজনের কম্পিউটার দক্ষতা এবং অভিজ্ঞতার বিনিময়ে অর্থ উপার্জনের উদ্দেশ্যে একাধিক ব্যক্তি বা সংস্থার (Clients) সাথে স্বল্পমেয়াদী চুক্তিভিত্তিক কাজ; যা উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানে শারীরিকভাবে উপস্থিত না হয়ে বা ছাড়াই ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে করা হয়।

আউটসোর্সিং:

যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোন ব্যক্তি দিয়ে বা নিজ প্রতিষ্ঠানের বাইরে কোন জনবল দিয়ে কোন কাজ করে তখন সেই কাজকে আউটসোর্সিং (Outsourcing) বলে। অর্থাৎ যিনি ফ্রিল্যান্সার (Buyer/Client) হায়ার করেন তাকে আউটসোর্সিং বলে।

ফ্রিল্যান্সিং এ কোন কাজের চাহিদা সব চেয়ে বেশি:

ফ্রিল্যান্সিং সাইটগুলোতে অসংখ্য কাজ রয়েছে। এর মধ্যে সব ধরনের কাজ রয়েছে যেগুলো বেশি জনপ্রিয় এবং কমবেশি প্রতিযোগিতামূলক। অনেকেই প্রশ্ন করেন, “অনলাইনে কোন চাকরির চাহিদা সবচেয়ে বেশি? নিচে তাদের জন্য জনপ্রিয় কিছু ফ্রিল্যান্সিং কাজের তালিকা দেয়া হলো:-

  • Digital Marketing
  • Search Engine Optimization
  • Web Design
  • Web Development
  • Content Writing
  • Virtual Assistance
  • Video Editing
  • Graphic Design
  • Social Media Marketing
  • 3D Animation
  • Mobile App Development

এছাড়াও ফ্রিল্যান্সিং (Freelancing) সাইটগুলোতে অসংখ্য কাজ পাওয়া যায়। আপনার পছন্দের যে কোনও বিষয়ে দক্ষতা অর্জন করুন। মনে রাখবেন, ভালো করার চেয়ে যা করতে ভালো লাগে তা করাই বুদ্ধিমানের কাজ।

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো:

বর্তমান যুগ ইন্টারনেট। আর তাই এই ইন্টারনেটের মাধ্যমে অল্প সময়েই যে কোন নতুন বিষয় সম্পর্কে জানা সম্ভব। ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো? এই প্রশ্নটি করার সময় আপনাকে দুটি জিনিস জানতে হবে।

প্রথম বিষয়:

ফ্রিল্যান্সিং (Freelancing) এমন একটি পেশা যেখানে আপনার কিছু বিশেষ দক্ষতা, অভিজ্ঞতা বা জ্ঞান থাকতে হবে। সুতরাং, যখন ফ্রিল্যান্সিং শেখার কথা আসে তখন আপনাকে যে কোনও বিষয়ের জ্ঞানকে প্রফেশনাল পদ্ধতিতে নিতে হবে। যেমন: ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, কনটেন্ট রাইটিং, অ্যান্ড্রয়েড ডেভেলপার ইত্যাদি অনেক বিষয় রয়েছে।

প্রথমত, আপনাকে যে কোন বিষয়ে পরিপূর্ণ জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। এভাবে আপনি ভবিষ্যতে অন্যের জন্য সেই কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন।

দ্বিতীয় বিষয়:

শুধু প্রফেশনাল কাজ জেনে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন না।ফ্রিল্যান্সিং শুরু করতে হলে আপনাকে অবশ্যই সাধারণ প্রশিক্ষণ নিতে হবে যাতে আপনি সঠিকভাবে ফ্রিল্যান্সিং কাজ শুরু করতে পারেন। তাই এখানে টিউটোরিয়ালে আপনাকে শিখতে হবে ফ্রিল্যান্সিং শুরু করতে হলে প্রথমে কি কি করতে হবে।

উদাহরণস্বরূপ:

  • কিভাবে একটি অনলাইন ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট তৈরি করবেন?
  • সেরা ফ্রিল্যান্সিং সাইট কোনগুলো?
  • কিভাবে চাকরি খুঁজে পাবেন?
  • সঠিকভাবে কাজ করার নিয়ম কি?
  • ফ্রিল্যান্সিং কাজ করার কৌশল কি?
  • কিভাবে নিজেকে জনপ্রিয় ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলবেন?

ইত্যাদি, আপনি যদি ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন তবে এই ধরনের বিষয়গুলি আপনার জানা দরকার।

অনলাইনে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো:

  • Google search
  • YouTube
  • Udemy
  • lynda.com
  • khanacademy.org
  • Skill share
  • Code cademy

অনলাইনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেখা ও ইন্টারনেটের মাধ্যমে কাজ করার বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে।

  • Google search দিলে গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্সিং ট্রেনিং নিয়ে অনেক ওয়েবসাইট খুজে পাবেন খুব সহজেই।
  • YouTube এমন একটি জনপ্রিয় প্লাটফর্ম, যেখানে বিনামূল্যে ভিডিওর মাধ্যমে যেকোনো বিষয় সম্পর্কে জানা সম্ভব। তাই ইউটিউবের মাধ্যমেও ফ্রিল্যান্সিং সম্পর্কে পরিপূর্ণ প্রশিক্ষণ ও জ্ঞান অর্জন করুন।
  • Udemy একটি জনপ্রিয় অনলাইন ওয়েবসাইট যেখানে আপনি যেকোনো প্রফেশনাল কোর্স পেতে পারেন। আরে, আপনাকে কিছু টাকা দিতে হবে। তবে প্রফেশনালি ফ্রিল্যান্সিং শেখার জন্য ইউডেমি ভিডিও কোর্স বেস্ট।
  • Lynda.com একটি জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম, যেখানে আপনি ভিডিওর মাধ্যমে ফ্রিল্যান্সিং সহ আরো অনেক ধরনের কোর্স করতে পারবেন। এখানে আপনি ১ মাসের জন্য ফ্রি অ্যাক্সেস পাবেন।
    খান একাডেমি একটি জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কিত টিউটোরিয়াল পাবেন।
  • Skill share একটি জনপ্রিয় অনলাইন ওয়েবসাইট যেখানে আপনি যেকোনো প্রফেশনাল কোর্স পেতে পারেন। আরে, আপনাকে কিছু টাকা দিতে হবে। তবে পেশাগতভাবে ফ্রিল্যান্সিং শেখার জন্য Skill share ভিডিও কোর্স সবচেয়ে ভালো।
  • Code cademy একটি জনপ্রিয় অনলাইন ওয়েবসাইট যেখানে আপনি যেকোনো প্রফেশনাল কোর্স পেতে পারেন। আরে, আপনাকে কিছু টাকা দিতে হবে। তবে পেশাগতভাবে ফ্রিল্যান্সিং শেখার জন্য Code cademy ভিডিও কোর্স সেরা।

সুতরাং বুঝতেই পারছেন, ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনাকে কোন অনলাইন প্লাটফর্ম ব্যবহার করতে হবে।

জনপ্রিয় ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য সাইট:

কাজ শেখার পর কোন মার্কেটপ্লেসে কাজ করতে হবে তা জানা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন জেনে নেয়া যাক সেরা কিছু মার্কেটপ্লেস; যেখানে আপনি আপনার ব্যক্তিগত সকল তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে তা কাজ করার জন্য প্রস্তুত করতে পারবেন। এক্ষেত্রে কিছু মার্কেটপ্লেসে কাজ করতে হলে একাউন্ট পাওয়ার জন্য অনলাইন টেস্ট দিয়ে নিজের দক্ষতা প্রমাণ করতে হবে। আসুন জেনে নিই ফ্রিল্যান্সিং থেকে আয় করার জন্য জনপ্রিয় কিছু ফ্রিল্যান্সিং সাইটের নাম।

  • Fiverr – www.fiverr.com
  • Upwork – www.upwork.com
  • Freelancer – www.freelancer.com
  • FlexJobs – www.flexjobs.com
  • Toptal – www.toptal.com
  • PeoplePerHour – www.PeoplePerHour.com
  • Guru – www.guru.com
  • 99designs – www.99designs.com

অনলাইনে ফ্রিল্যান্সিং আয় করার জন্য এই মার্কেটপ্লেসগুলো সবচেয়ে পরিচিত, নিরাপদ এবং বিশ্বস্ত মার্কেটপ্লেস। এসব মার্কেটপ্লেসে কাজ করলে তাদের সিস্টেম অনুযায়ী আপনার একাউন্টে টাকা জমা হবে।

এভাবে নির্দিষ্ট পরিমাণ টাকা থাকলে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। বলা ভালো, এই মার্কেটপ্লেসগুলো আপনার আয়ের একটি ছোট অংশ আপনাকে কাজ পাইয়ে দেওয়া থেকে শুরু করে পুরো অপারেশন চালানো পর্যন্ত কেটে ফেলবে।

সর্বশেষ:

কি বিষয়ে প্রথমে করতে হবে, কিভাবে করতে হবে, কিভাবে শিখতে হবে এবং ফ্রিল্যান্সিং করতে হবে তার সম্পূর্ণ গাইড ব্যাখ্যা করার চেষ্টা করব আজকের আর্টিকেলটিতে। এই পোস্টটি পড়ার মাধ্যমে একজন ব্যক্তি ফ্রিল্যান্সিং সম্পর্কে সাধারণ ধারণা পাবেন। আশা করি পুরো পোস্টটি পড়ার পর এ বিষয়ে আর কোন অজানা থাকবে না। তারপরও কিছু জানার থাকলে এই পোস্টে কমেন্ট করুন। নতুন নতুন আর্টিকেল পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।